বন্ধু একদিন দেখা হবে।

 

 

                      

বন্ধু,একদিন তোমার আমার দেখা হবে–

না সেদিন আমার চেতনায় তোমার তারুণ্য প্রেম প্রকাশ পাবে না,

না সেদিন ক্যান্টিনে চা সিগারেটে আর গিটারে আমার গান থাকবে!

বন্ধু, সেদিন তোমার মনের ক্যাম্পাসে রেনেসাঁসের অবসান আসবে।।


বেকারত্বের জ্বালায় তুমি বৈপ্লবিক পোস্টারের ঠোঙা বানাবে,

বন্ধু সেদিন তুমি শাসকের শাসনে অভ্যস্ত হবে,

দানের ভাত খেয়ে হীরক রাজার গুনগান গাইবে,

ভোটের লাইনে গবেষক মগজাস্ত্র হাতে লাইন পাহারা দেবে,

বন্ধু,সেদিন তোমার হাতে ধর্মের ছাপ্পা মারা পতাকা উত্তোলন হবে।।


অশিক্ষিত, ধর্ষক ,ভণ্ড নেতারা জয়ে;তোমার ক্যাম্পাসে মদের ফোয়ারা উঠবে,

কৃষক, দিনমজুর, মধ্যবিত্তের ঘামের গন্ধ পার্লামেন্টে আর পৌঁছাবে না।

ইতিহাসের পাতাও ধ্রুবক হয়ে রাজার সাম্রাজ্যবাদের কথা বলবে।।



বন্ধু, কয়েক বছর পুনরাবৃত্তি পর তোমার আমার আবার দেখা হবে,

সেদিন বন্ধু, তোমার স্পাইনাল কর্ড আমার বৈপ্লবিক চেতনায় আবার শক্ত হবে,


শাসকের বিরাট ইমারত ধসে পড়বে,

কৃষকের শিল্পের ক্যানভাসে শত আলপিনের ব্যারিকেডের জং ধরবে,

মৌলবাদের অবসান ঘটবে,বেঁচে থাকার মৌলিক অধিকার মিছিলে ধ্বনিত হবে,

কিশোর যুবক, তরুণ বৃদ্ধের অন্তরে মনুষত্বের বীজ রোপন হবে,

সেদিন বন্ধু ,তোমার ক্যাম্পাসে আবার রেনেসাঁস আসবে।।


                                                                     শুভম দত্ত

Comments