আমার সুভাষ
Unselectable text.
আমার সুভাষ উঠবে জেগে প্রতিবাদের সুরে,
আমার সুভাষ উঠবে জেগে অসহায়ের চিৎকারে।
আমার সুভাষ মেতে ওঠে বন্দেমাতারাম্ গানে,
আমার সুভাষ স্বাধীনতা পায় অচলায়তনে।
আমার সুভাষ পাঞ্জা লড়ে মৃত্যুর সাথে হেসে,
আমার সুভাষ প্রলয় আনে অত্যাচারের দেশে।
আমার সুভাষ বইছে দেখ কন্যা ভ্রণের শিরায়,
আমার সুভাষ বিনা লিঙ্গভেদে সব রক্তে ছড়ায়।
আমার সুভাষের হুঙ্কারে প্রলয় বিষাণ বাজে,
আমার সুভাষ ক্ষেপে ওঠে, ক্ষিপ্ত কালী সাজে।
আমার সুভাষ বৃদ্ধহাড়ে যুবক শক্তি আনে,
আমার সুভাষ বহে চলে তীব্র স্রোতের টানে।
আমার সুভাষ উঠবে কি জেগে তোমার অন্তরে?
চেয়ে দেখ, দেশ মরতে বসেছে ভ্রষ্টাচারের ক্যান্সারে।।
শুভম দত্ত।
আমার সুভাষ উঠবে জেগে প্রতিবাদের সুরে,
আমার সুভাষ উঠবে জেগে অসহায়ের চিৎকারে।
আমার সুভাষ মেতে ওঠে বন্দেমাতারাম্ গানে,
আমার সুভাষ স্বাধীনতা পায় অচলায়তনে।
আমার সুভাষ পাঞ্জা লড়ে মৃত্যুর সাথে হেসে,
আমার সুভাষ প্রলয় আনে অত্যাচারের দেশে।
আমার সুভাষ বইছে দেখ কন্যা ভ্রণের শিরায়,
আমার সুভাষ বিনা লিঙ্গভেদে সব রক্তে ছড়ায়।
আমার সুভাষের হুঙ্কারে প্রলয় বিষাণ বাজে,
আমার সুভাষ ক্ষেপে ওঠে, ক্ষিপ্ত কালী সাজে।
আমার সুভাষ বৃদ্ধহাড়ে যুবক শক্তি আনে,
আমার সুভাষ বহে চলে তীব্র স্রোতের টানে।
আমার সুভাষ উঠবে কি জেগে তোমার অন্তরে?
চেয়ে দেখ, দেশ মরতে বসেছে ভ্রষ্টাচারের ক্যান্সারে।।
শুভম দত্ত।
Darun hoeche ...Chalie Jao
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete