বয়সটা তখন২০।


 (magazine online reading free./বাংলা ম্যাগাজিন। Bengali poem, Bengali prose, Bengali article,)

বয়সটা তখন২০, বাঁধতে শুরু যখন জীবন যুদ্ধের গান,
কৈশোরের নেশা দিচ্ছে তখন  সিগারেটে যৌবনের টান।
আন্দোলনের নেশা, আত্মায় চরম বামপন্থী বোধ,
দিনে দুপুরে বেকারত্ব সঙ্গী ছিল রোজ।
এর এই মধ্যে এক বসন্তে তোমার সঙ্গে দেখা,
তুমি ছিলে আমার মতন,মনে বিপ্লবী ছন্দে আঁকা।
ঘন‌ কালো কাজল, কালো টিপ, আর ওই প্রতিবাদী কন্ঠ,
ভরা বসন্তে করেছিলো আমায় দিক দিগন্ত ভ্রান্ত।
প্রেমটা ছিল অল্প ই , পলাশ আবিরের নেশায় অর্ধ বসন্ত
গিয়েছিলে চলে,
জানতাম না প্রখর গ্রীষ্মে, বিচ্ছেদের ধর্ম বারুদ হঠাৎ উঠবে জ্বলে।
দোষটা কি ছিল পদবীতে, নাকি খিদিরপুর থেকে কালীঘাটের মধ্যেকার দূরত্বের স্থান!
যেখানে অবিরত চলে ভালোবাসা বিরোধী ধর্মভীরুদের ভন্ডামীর কুৎসা গান।
বয়সটা তখন ২০, ধর্ম প্রাচীর ভেঙে  উড়তে চাইলাম যখন আপন ডানা মেলে।
শিশু ধর্ষণের থেকেও প্রকান্ড অপরাধ বলে জাহির করলো সকলে।
মুহুর্মুহু স্লোগান আর ধর্মের ছাপ্পা মারা মনুষত্ব হীন অস্ত্রে,
তুমি হয়েছিলে নগ্ন ,আর পথ সজ্জিত হয়েছিল নতুন বস্ত্রে।
অজস্র ঝরা রক্তের ভিড়ে, প্রশ্ন উঠেছিল আমার রক্ত কোন ধর্ম কেনে!
দূর হতে উত্তর ভেসে এসেছিল  মানুষ আজও ধর্মের ভয়ে লুকিয়ে থাকে এক কোণে।
       
                                                                শুভম দত্ত।

Comments