কল্পনার রাজা
(bengali magazine online reading free./বাংলা ম্যাগাজিন। Bengali poem, Bengali prose, Bengali article,)
এসো, আজ তোমায় গল্প বলি একটি পাগল রাজার–
অভিনেতা নয়কো সে, অভিনয় করে না জনদরদি সাজার!
কৃষকেরা মরে না তার রাজ্যে শত ঋণের দায়ে,
বিনা চিকিৎসায় মরে না মানুষ শত রক্ত ঘায়ে।
রাজার রাজ্যে শিক্ষিতরা করে না মন্দিরে ভিক্ষা,
রাজার আদেশে সবাই নেয় মনুষ্যত্ব ধর্মে দীক্ষা!
অর্থ সেথায় হয় না লোপাট, শিল্প চলে অগ্রগতির ছন্দে–
সমস্ত পেশা পায় সমান অধিকার, বিচার হয় না ভালো মন্দে!
কন্যা ভ্রুণ জন্মের পর রাজা তুলে দেয় তাদের হাতে খাঁড়া,
সেখানে কন্যা ভ্রুণ জঠরে থাকায় হয় না কেউ মাতৃত্ব হারা!
রাজা সেথা উল্লাসে বলে আমি জনতার দাস,
সকল ধর্মের মানুষের মনে থাকুক আমার বাস।
রাজা হেথায় ফকির নামে নামাঙ্কিত হয়,
সমস্ত ধন পর বিলিয়ে মাটির ঘরে রয়।
এতক্ষণ যা বললাম তোমায়, এ রাজা সবার কল্পনায় রয়!
প্রতিবাদ করলে পরে বাস্তবে আসবে রাজা,
মেরুদণ্ডহীন আর কত দিন সয়।।
Comments
Post a Comment