সৈনিক: অমর বীর ৪৪জন জওয়ান
(bengali magazine online reading free./বাংলা ম্যাগাজিন। Bengali poem, Bengali prose, Bengali article)
আমি সৈনিক ললাটে রাজ টিকা, আমি রাজ ধার্মিক–
আমি বীর, ছুটে চলি যাযাবরের মতো,
শরীর জুড়ে ফুটে ওঠে শান্তিরক্ষার ক্ষত!
আমি বৃহৎ বনস্পতি, যতই শত রক্তে রাঙা হোক মরদেহ,
তবুও আত্ম ছায়ায় করে যাব দেশমাতার প্রতি স্নেহ!
আমি মানিনা কোন ধর্ম, জানি সব রক্তের রং লাল,
আমি অমর নাবিক, আমার শেষ রক্তবিন্দু ও ধরবে দেশের হাল।
আমি মানি না কোন ঈশ্বর, আমি দেশ মাতাকে অবিরত পুজি;
আমি জন্ম মৃত্যুর শেষ সীমানায় আমি দেশ মৃত্তিকা খুজি!
আমার বীরত্বের প্রতিটি পাতায় আছে, ইতিহাস সাক্ষী!
কখনো ধরেছি সুভাষের বেশ, কখনো বা ঝাঁসির লক্ষ্মী।
নিজের প্রাণের বিনিময় করেছি কারগিল স্বাধীন,
উদয় করেছি নতুন সূর্য, যেখানে আশা ছিল ক্ষুদ্র ক্ষীণ!
তবুও তোমরা অবিরত কর গালাগালি, তোলো হাজার প্রশ্নের ঝড়,
একদিন এসে দেখ, এই জনমানব শূন্য দুঃখের সীমান্ত প্রান্তর!
যেখানে নেই কোন সুখ, মাতৃস্নেহের তৃষ্ণায় অবিরত ফাটে বুক;
শত লক্ষ টাকা নয়, উচ্ছাস ভরা তেরঙ্গা ভারত দেখাই আমার লোভ!
ভালোবাসার প্রতিটি পদচিহ্নে বুঝিয়ে দেব, আমাদের না প্রকাশ করা ক্ষোভ।
Kobita oshadharon.....
ReplyDeleteধন্যবাদ
DeleteSotti feel kore bolchi ashadharon hoyeche
ReplyDeleteধন্যবাদ।
Delete