আলান কুর্দিরা
অনেক গোলাপ ফুটেছে গতকাল।
সারাবিশ্বে।
মেয়েগুলো এতো রাতেও কী নিশ্চিন্তে রাস্তায়;
গল্প করছে।
সত্যি, প্রচুর গোলাপ ফুটেছে গতকাল।
ওই দেখ! কতগুলো খুদে পিঠে ব্যাগ নিয়ে;
স্কুলে যাচ্ছে বোধহয়।
আই-কার্ডে সবার একটাই নাম।
আলান কুর্দি।
অনেক, অনেক গোলাপ।
মিসাইলগুলোতে জং ধরে গেছে।
কারা যেন ওদের ফেলে দিয়ে গেছে,
পথের পাশে, আবর্জনার স্তূপে।
এত গোলাপতো আগে দেখিনি।
দামামাগুলো সব ফুটো হয়েছে,
এখন পিয়ানো বাজায় সবাই।
কত; কত সাদা পায়রা আকাশে।
এমন গতকাল কি আসবে কখনো?
দূরের হাহাকারে শুনলাম
'চাইলেই! চাইলেই!'
Comments
Post a Comment