প্রতিবাদের ভাষা

 Unselectable text.


গর্জে উঠুক প্রতিবাদের ভাষা 
ছড়িয়ে পড়ুক দিকে দিকে,
চেতনাহীন মানুষের মনে বয়ে চলুক উদ্দাম হাওয়ার বেগে।

ভ্রষ্টাচারের সীমা নেই দেশে, মুখ বুজে তুই থাকিস!
বলতে পারিস মানুষ কি করে আজও মেরুদন্ড নিয়ে বাঁচিস?

বর্ণপরিচয় পড়তে যাদের আজও দাঁত কাঁপে,
কি করে তুলে দিস তুই দেশের শাসন তাদের হাতে?

শিশু ধর্ষণ পোশাকে আকর্ষণ বলতে করিস না কোন দ্বিধা!
কি করে জাগে পিশাচের মত বিকৃত মনের যৌন ক্ষুধা?

ওই দেখ চেয়ে  প্রতিবাদ কন্ঠের আজ রক্তাক্ত ঠোঁট,
সমাজকে দিয়ে যাওয়া তার শেষ হার না মানা সুইসাইড নোট।

Comments