গর্জে উঠুক প্রতিবাদের ভাষা ✊।

                         Unselectable text.


এবারেও, তোমাকে বাঁচাতে পারলাম না।
মধ্যপ্রদেশে একটি ছোট্ট ফুলের মতো শিশু কে ধর্ষণ করে,গলার নলি কেটে  দেয়া হয়েছে।
আপনারা বলতে পারেন, এই ছোট্ট নিষ্পাপ শিশুটির অপরাধটা কি ছিল ??পোশাক নাকি আমাদের মানবিকতা বোধ!
অনেক তো হলো, মোমবাতি মিছিল আর মৌন সান্ত্বনা চলুন একসাথে বলি, গর্জে উঠুক প্রতিবাদের ভাষা।
ধর্ষকের কোনো ধর্ম হয়না। আজ কোথায় তারা, যারা এতদিন ধরে আমাদের আশা দেখিয়েছিল। আজ কোথায় বিধাতা? শান্ত দেবতারা!

 একটাই কথা, "ধর্ষকের ফাঁসি চাই"‌।

Comments